ফাইনালেও ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। তবে গত শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে লাল-সবুজের ছেলেরা। শিরোপা লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। জুনিয়র সাফের এই আসরে বাংলাদেশ এসেছে গ্রুপ ‘এ’ থেকে। যেখানে তাদের সঙ্গী হয়েছিল ভারত ও নেপাল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর নেপালকে ১-০ গোলে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখে। গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে যায় নেপাল। তাই বাংলাদেশকে সঙ্গে নিয়েই সেমিফাইনালে নাম লেখায় ভারত। সেমিতে ভারত ৮-০ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপকে। শুক্রবার সেমিফাইনাল পাকিস্তানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। ফলে গ্রুপ পর্বের মতোই আবারো ফাইনালে ভারতের মুখোমুখি হতে হচ্ছে মোরশেদণ্ডআবু সাইদদের। পাকিস্তানের বিপক্ষে গোল পাওয়া দুই ফুটবলারের লক্ষ্য ফাইনালেও গোল করে দলকে জয় এনে দেয়া। ফরোয়ার্ড মো. মোর্শেদ আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ। ম্যাচে নামার আগে আল্লাহর কাছে চেয়েছিলাম যেন দেশকে কিছু দিতে পারি। দেশের জন্য গোল করতে পারি। কারণ আমাদের ফরোয়ার্ড লাইনে গোলশূন্য ছিলাম। সেমিফাইনালে আমরা দুই ফরোয়ার্ড দুটি গোল করেছি। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য থাকবে ফাইনালে গোল করে দেশের জন্য ট্রফি নিয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের টিমের জন্য দোয়া করবেন।’ গোল পাওয়া আরেক ফরোয়ার্ড আবু সাইদ বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শোকরিয়া। পাকিস্তানের বিপক্ষে নিজে গোল করে এবং এ্যাসিস্ট করে দলকে জেতাতে পেরেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। আমি এবং আমাদের ফরোয়ার্ড লাইনের লক্ষ্য থাকবে এই ম্যাচে বেশি গোল করে দলকে জেতানো।