ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যে কারণে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিবও

যে কারণে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিবও

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের। সে অনুযায়ী গত শনিবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। তবে মুশফিক একা নন, তার সঙ্গে দেশে ফিরেছেন সাকিব আল হাসানও। অবশ্য টাইগার অধিনায়কের ঢাকায় ফেরার কারণ এখনো অজানা। এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। তার আগে চারদিন সময় রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সময়ে ঢাকায় সাকিবের কোনো কাজ রয়েছে, যে কারণে ঢাকায় ফিরেছেন বিশ্বখ্যাত এ অলরাউন্ডার। এদিকে আজ মুশফিকের স্ত্রীর সন্তান ডেলিভারির সম্ভাব্য তারিখ। ওই সময় স্ত্রীর পাশে থাকতে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ শেষে মুশফিক ঢাকা ফেরার ইচ্ছে প্রকাশ করলে টিম ম্যানেজমেন্ট তাকে তিন দিনের ছুটি মঞ্জুর করে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন বন্ধ। যেহেতু ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে এশিয়া কাপের শেষ ম্যাচের আগে ৫ দিন বিরতি, তাই ক্রিকেটারদের ৩ দিনের ছুটি দিয়েছেন কোচ হাথুরুসিংহে। মানে ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর অনুশীলন নেই টিম বাংলাদেশের। এ সুযোগেই সাকিব ও মুশফিক দেশে ফিরেছেন।’ বিসিবির সিনিয়র পরিচালক এবং জাতীয় দল পরিচালনা ও পরিচর্য্যার দায়িত্বে থাকা স্ট্যান্ডিং কমিটির এ সদস্য আরও জানান, স্ত্রীর সন্তান প্রসবের সময়ে তার কাছে থাকার জন্য এ সময়টায় দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলো মুশফিক। আর সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তবে তাদের কারোরই প্র্যাকটিস সেশন মিস হবে না। তারা ১২ সেপ্টেম্বর বিকাল, সন্ধ্যা কিংবা ১৩ তারিখ সকালের ফ্লাইট ধরে কলম্বো চলে আসবে এবং ১৩ তারিখ বিকালে প্র্যাকটিসে অংশ নেবে। প্রসঙ্গত, এশিয়া কাপের সুপার ফোরে এখন পর্যন্ত নিজেদের খেলা দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ২১ রানের হার মেনে নিয়েছে টাইগাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত