এশিয়ান গেমস ফুটবল

বাংলাদেশ দল ঘোষণা নেই মোরসালিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের অলিম্পিক ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন দুই সিনিয়র ডিফেন্ডার মুরাদ হাসান ও ফরোয়ার্ড সুমন রেজা। বাংলাদেশের ফুটবলে নতুন তারকা ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের চূড়ান্ত তালিকায় নেই এই ফুটবলার। শুধু মোরসালিন নয়, আনিসুর রহমান জিকো, তারিক কাজীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবলারই নেই দলে। এশিয়ান গেমসের সময় এশিয়ার ক্লাব ফুটবলের দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিংসের সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি রয়েছে। এ জন্য বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ফুটবলার না ছাড়ার বিষয়ে জানিয়েছে ক্লাবটি। এদিকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে খেলার কারনে এশিয়াডে থাকছেন না জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।

ঘোষিত দলের সদস্যরা সোমবার ঢাকা রিজেন্সি হোটেলে ম্যানেজার বিজন বড়ুয়ার কাছে রিপোর্ট করে সন্ধ্যায় কিংস অ্যারেনাতে অনুশীলন করেন। ১৫ সেপ্টেম্বর চীনের হাংজুতে যাবে বাংলাদেশ ফুটবল দল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা। বাংলাদেশের গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ হলো চীন, মিয়ানমার ও ভারত। গ্রুপে র‍্যাংকিংয়ে সবার উপরে চীন (৮০)। এরপর ভারত ১০০ ও মিয়ানমার ১৬০তম স্থানে। বাংলাদেশের র‍্যাংকিং ১৮৯। বাংলাদেশ দল- গোলকিপার: পাপ্পু হোসেন, মিতুল মারমা ও মেহেদি হাসান শ্রাবন। ডিফেন্ডার: রহমত মিয়া, মুরাদ হাসান, শাহিন আহমেদ, জাহিদ হোসেন, তানভির হোসেন, ইসা ফয়সাল ও শাকিল হোসেন। মিডফিল্ডার: মো. হৃদয়, আবু শাঈদ, মজিবর রহমান, পাপন সিং, জায়েদ আহমেদ, শহিদুল ইসলাম ও রবিউল হাসান। ফরোয়ার্ড: পিয়াস আহমেদ, সুমন রেজা, ফয়সাল আহমেদ, জাফর ইকবাল ও রফিকুল ইসলাম।