ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে মার্গারেটকে ছুঁলেন জকোভিচ

২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে মার্গারেটকে ছুঁলেন জকোভিচ

না ২০২১ সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না দানিল মেদভেদেভ। ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে এই রুশ তারকাকে হারিয়ে ২৪তম শিরোপা জিতে নিলেন নোভাক জোকোভিচ। এ নিয়ে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান তারকা। ছুঁয়ে ফেললেন মার্গারেট কোর্টকে। টেনিসের ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ে সবার উপরে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্ট। তাকে ছোঁয়ার সুযোগটা সবার আগে পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তবে একাধিকবার চেষ্টা করে সেরেনা না পারলেও পেরেছেন জকোভিচ। দু’বছর আগেও আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দুজন। সেবার এই মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। ওই ম্যাচের বদলা নেয়া বাকি ছিল ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিকের। ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লড়াইয়ে নেমে প্রথম সেটের শুরুতেই মেদভেদেভের সার্ভিস ব্রেক করে দেন জোকোভিচ। সেই সেট তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে। মেদভেদেভকে প্রথম সেটে দাঁড়াতেই দিলেন না ৩৬ বছরের জোকোভিচ। দ্বিতীয় সেট গড়াল টাইব্রেকারে। ্র ঘণ্টা ৪৪ মিনিট ধরে ওই সেটে লড়লেন জোকার এবং মেদভেদেভ। লড়াই শেষের আগে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে রাজি নন রুশ টেনিস তারকা। রোববার ছুঁয়ে ফেললেন পুরুষ, নারী নির্বিশেষে সবচেয়ে বেশি সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে। আগামী মৌসুমে তাকেও টপকে জেতে পারেন জকোভিচ। কারণ, সার্বিয়ান এই তারকার বয়স যেন কমছে। সময়ের সঙ্গে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। মেদভেদেভরা ফাইনালে উঠছেন শুধু জকোভিচের বিরুদ্ধে খেলার জন্য। মাঝে একটি, দু’ট গ্র্যান্ডস্ল্যাম হয়তো অন্যরা জিতছেন, কিন্তু জোকোভিচ এখনও বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত