ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেল খুলে দিলেন রোনালদো

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় আঘাত হেনেছে ভয়াবহ এক ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.২ মাত্রার সেই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজার। এই ভূমিকম্পে অসংখ্য দালানকোঠা ধসে উপদ্রুত এলাকাটি রীতিমতো ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। লোকজন তাই একটু নিরাপদ আশ্রয়ের জন্য হন্যে হয়ে ঘুরছে। ভয়াবহ এই ভূমিকম্প ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বব্যাপী নানা শ্রেণি পেশার মানুষ। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। জনগণকে খাদ্য ও আশ্রয় প্রদানে নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একইভাবে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন পুর্তাগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেয়া হয়েছে দুর্গতদের জন্য। বিশ্বব্যাপী রোনালদোর পাঁচটি হোটেল রয়েছে। মরক্কোয় আল নাসরের তারকার মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। যা মারাক্কেশ শহরে অবস্থিত। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বিলাসবহুল এই হোটেলটি এখন মরক্কোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। মারাক্কেশের এই শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত রোনালদোর হোটেলটি। যেখানে সব মিলিয়ে কক্ষের সংখ্যা ১৭৪টি। এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে এই দুর্যোগে ফুটবল বিশ্বের একমাত্র তারকা হিসেবে রোনালদো একাই এগিয়ে এসেছে এমনটিও নয়। মরক্কান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আহতদের জন্য রক্তদান করেছেন। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের দেশের মানুষ কঠিন সময় পার করছে।