ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম-মাহমুদউল্লাহর পরীক্ষা

নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম-মাহমুদউল্লাহর পরীক্ষা

সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে টাইগারদের এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা এখন নেই বললেই চলে। এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে তামিম ইকবালকে যে বাংলাদেশ মিস করেছে, তা একেবারেই স্পষ্ট। শুধু চট্টগ্রামের এই তারকাই না, দল থেকে বেশ কিছুদিনের জন্য বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও খুব দ্রুতই ফিরবেন মাঠের ক্রিকেটে। সেটাও এবারের নিউজিল্যান্ড সিরিজেই। দুই সিনিয়ার ক্রিকেটার বিশ্বকাপের জন্য কতটা ফিট তার পরীক্ষা বলা চলে এই সিরিজকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এ ছাড়া তাইজুল ইসলামসহ মোসাদ্দেক হোসেনদেরও পরখ করে দেখবে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম-মাহমুদউল্লাহদের ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। সব ঠিক থাকলে ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলা টাইগার্সের মধ্যকার একমাত্র ওয়ানডে ম্যাচে খেলবেন তারা। তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও এই ম্যাচে অংশ নেবেন তাইজুল, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা। এমনকি তাদের অংশগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বরের ম্যাচ ৩দিন এগিয়ে আনা হয়েছে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না জাতীয় দলের কেউই। মূলত আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য হবে ম্যাচগুলো। তামিমদের ম্যাচ খেলা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তামিম-মাহমুদউল্লাহসহ আরো কয়েকজন চট্টগ্রামে খেলতে পারেন। আমরা বিষয়টি চূড়ান্ত করব। তবে তামিমের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে সে কতখানি ভালো অনুভব করছে।’ পিঠের নিচের অংশের চোটে অনেক দিন ধরে ভুগছেন তামিম। যে জন্য খেলতে পারেননি চলমান এশিয়া কাপেও। দেশের স্বার্থে ছেড়েছেন নেতৃত্বও। তবে ফিট হতে করে চলেছেন নিয়মিত অনুশীলন। তবে এখনও উইকেটে রানিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ে মনোযোগ দেননি। তামিমের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিম ব্যাটিংটা ভালোভাবেই করছে। তবে এখনো উইকেটে রানিং করেনি, পাশাপাশি ফিল্ডিংও তেমন করেননি। বিসিবি থেকে আমাদের তার চট্টগ্রামে খেলা নিয়ে জানানো হয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। এর একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত বদলান তিনি। তবে চোটের কারণে গেল মাসে নেতৃত্ব ছাড়ার সঙ্গে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবে দল। ২১ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ। এরপর ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই সিরিজের মাঝ পথেই বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকরা। এরপরই বিশ্বকাপের জন্য উড়াল দেবে বাংলাদেশ। বিশ্বকাপে ঠাসা সূচি ও ইনজুরির শঙ্কা বিবেচনায় এই সিরিজে সেরা কয়েকজন তারকাকে বিশ্রাম দেয়া হতে পারে। যারা বিশ্বকাপে নিশ্চিত তাদের বাদ দিয়ে খেলানো হতে পারে ব্যাকআপ খেলোয়াড়দের। ফিট থাকলে তামিমেরও বিশ্বকাপ খেলা নিশ্চিত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে জুলাই মাসে প্রথম ওয়ানডে খেলার পর থেকে তিনি মাঠের বাইরে। তাই তার ম্যাচ ফিটনেস ভীষণ প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত