শূন্য হাতেই ফিরছেন লাল-সবুজ যুবারা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তিন ম্যাচের সবক’টিতে হেরে খালি হাতে ফিরছে তারা। বাংলাদেশ খেলেছে এইচ গ্রুপে। মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর এবার তারা হেরেছে ফিলিপাইনের কাছে। গত মঙ্গলবার তাই গ্রুপের শেষ ম্যাচটা বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে ১৬ দল। স্বাগতিক হিসেবে কাতার সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এছাড়া ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ খেলবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যায় ২-০ গোলের ব্যবধানে। পরের ম্যাচে থাইল্যান্ডের কাছে হারে ৩-০ গোলে। দুই ম্যাচ হেরে যাওয়াতে তখনই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। বাকি ছিল ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি। যেটি কাল খেলেছে তারা। ম্যাচের প্রথমার্ধ ফিলিপাইনকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুর ১৫ মিনিটের মধ্যেই এক গোল হজম করেছে বাংলাদেশ। ৫৬ মিনিটে একটি পেনাল্টি পায় ফিলিপাইন। সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করে ম্যাচে লিড নেয় তারা (১-০)। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। তাই তিন ম্যাচেই হার নিয়ে শূন্য হাতে ফিরতে হচ্ছে শ্রাবণ, পিয়াসদের। আজ ঢাকায় ফেরার কথা আছে বাংলাদেশ দলের। এই দল থেকে ৭ জন ডাক পেয়েছেন ক্যাবরেরার এশিয়ান গেমসের দলে।