সাকিব-লিটনদের সমর্থন দেওয়া উচিত

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কয়েক মাস আগে বাংলাদেশের ক্রিকেটে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। কড়া হেড মাস্টারখ্যাত এই লঙ্কান টাইগারদের তিন ফরম্যাটের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ দলে এসেছে ব্যাপক পরিবর্তন। ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয় হাথুরুর মিশন। ইংলিশ সিরিজ থেকে এশিয়া কাপের সুপার ফোরের শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত টাইগার শিবিরে ব্যাপক রদবদল এনেছেন হেড কোচ। ফলে বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ব্যর্থ হয়েছন, প্রত্যাশার ছিটেফোঁটাও আসেনি এশিয়া কাপ থেকে। চলমান আসরে এখন পর্যন্ত চার ম্যাচের একটিতে জয় পেয়েছেন সাকিব-মুশফিকরা। ফাইনালে যাবার লড়াইয়ে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। এখন শুধু ভারতের সঙ্গে নিয়ম রক্ষার ম্যাচ।

এদিকে টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের পর হতাশায় ভুগছেন ক্রিকেটাররা। তাদের মানসিকভাবে সতেজ রাখতেই অনুশীলনের পরিবর্তে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ক্রিকেটাররা হতাশ নয়, তাদের সমর্থন দেওয়া। গত মঙ্গলবার টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, আমি মনে করি এই জায়গাটায় তাদের সবচেয়ে সাপোর্ট দেওয়া উচিত। আমাদের থেকে তো তারা সাপোর্ট পাচ্ছেই। অনেকে মনে করে টিম মোটিভেটেড কি না। এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই মোটিভেটেড। কারণ প্লেয়াররা যখন খেলে তারা জানে হার-জিত আছে খেলায়। তিনি আরো বলেন, আজকে যদি আমি ডিমোটিভেটেড হই, হতাশ হয়ে বসে থাকি আগামীকালের ম্যাচটাও তো আমাকে খেলতে হবে। ম্যাচটা তো ভালো করতে হবে। সেটার জন্য তো উই হ্যাভ টু বি মোটিভেটেড। আমাদের টিম স্পিরিটটা ঠিক থাকবে। প্লেয়াররা ডেফিনিটলি ইউনাইটেড। তারা জানে কি কাজটা করতে হবে তারা ভালোভাবে জানে। তিনদিন বিশ্রামের পর গতকাল বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন।