ভারতের বিপক্ষে জিতে দেশে ফিরতে চান সাকিব

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটি জয় পেয়েছে বাংলাদেশ। একমাত্র জয়টি ছিল আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হারা প্রতিটি ম্যাচেই ব্যাটিংয়ে দৈন্যদশা দেখা গেছে। যে কারণে সুপার ফোরে থেকেই টাইগারদের এশিয়া কাপের মিশন শেষ হয়েছে। আজ (শুক্রবার) নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে গতকাল বৃহস্পতিবার কলোম্বোর টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এশিয়া কাপ ভালো যায়নি বিশ্বকাপে দলের প্রতি, তরুণদের প্রতি কি বার্তা থাকবে? সাকিবের উত্তর ছিল সোজা, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই এভাবে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’ বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করতে পারলে, তখন হয়তো আমরা ভালো করবো। সবাই চেষ্টা করবে আমি জানি। কেউ কারো জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’ এর আগে শুরুতে ভারত ম্যাচ নিয়ে, উইকেট সঙ্গে এবং নিউজিল্যান্ড সিরিজে থাকবেন কি না- এমন প্রশ্নে সাকিবের উত্তর ছিল আক্রমণাত্মক। যমন জিতবেন কি না- এমন সঙ্গে প্রশ্নে সাকিবের উত্তর ছিল, ‘আপনি নামলে কি করতেন নামার আগে? আমরাও সেটাই করবো।’ ভারত কঠিন না সহজ প্রতিপক্ষ? এমন সরল প্রশ্নেও সাকিবের উত্তর ছিল শ্রুতিকটু, ‘এটা তো খেলার পরে বলতে পারবো। খেলার আগে কিভাবে বলবো সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’ পরে অবশ্য ভারতের বিপক্ষে জয়ের কথাই বলেন টাইগার এই অধিনায়ক, ‘আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই। এশিয়া কাপে দলের পারফরম্যান্স ছিল বাজে। স্বাভাবিকভাবে দলের পরিবেশ ভালো না। অধিনায়কেরও হয়তো তাই হতে পারে। কিন্তু পরিস্থিতি সেটা বলছে না। সংবাদ সম্মেলনের পরই সাকিবকে দেখা গেছে অন্য মেজাজে। স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও আরো দুই অতিথিসহ লবিতে বসে মেতেছিলেন আড্ডায়। মিনিট দশেক পরই চন্ডিকা হাথুরুসিংহে এসে যোগ করেন অন্য মাত্রা।