ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ নিচে নামল বাংলাদেশ

এশিয়া কাপে বাজে নৈপুণ্যের প্রভাব
ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ নিচে নামল বাংলাদেশ

এবারের এশিয়া কাপ মিশনটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে হেরেই টুর্নামেন্টে যাত্রা শুরু হয় টাইগারদের। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলেও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে টাইগাররা। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে সুপার ফোরে হারে সাকিব আল হাসানের দল। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি আগেই দুঃসংবাদ এসেছে বাংলাদেশ শিবিরে। এশিয়া কাপে হতশ্রী পারফরম্যান্সের নেতিবাচক প্রভাবে আইসিসি র‍্যাংকিংয়ে একধাপ নিচে নেমে গেছে টাইগাররা। ওয়ানডে র‍্যাংকিংয়ে দীর্ঘ দিন সাত নম্বরে অবস্থান ছিল বাংলাদেশের। বিশ্বকাপের আগে সেই স্থান হারাতে হয়েছে মিরাজ-শান্তদের। পাকিস্তানকে শেষ ওভারে হারিয়ে বাংলাদেশকে টপকে সপ্তম স্থান দখল করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশ অবস্থান করছে অষ্টম স্থানে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের ছাড়িয়ে যাওয়া লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩। শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানিস্তানের বিপক্ষে জিতে গ্রুপ পর্বের বাধা পাড়ি দেয় তারা। তবে সুপার ফোরে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের পর তারা আরেক দফা হেরেছে লঙ্কানদের কাছে। জয়-পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ হলেও বাংলাদেশের হারের ধরন ও ক্রিকেটারদের মলিন প্রদর্শনী জন্ম দিয়েছে সমালোচনার। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে পেছনে ফেলে দুইয়ে উঠে গেছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৬। পাকিস্তান এশিয়া কাপ শুরু করেছিল র‍্যাংকিংয়ের এক নম্বরে থেকে। তবে আসরটিতে খেলা পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জেতায় তাদের অবনতি হয়েছে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন আছে তারা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড চারে (১০৩ রেটিং পয়েন্ট), নিউজিল্যান্ড পাঁচে (১০২ রেটিং পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা ছয়ে (১০১ রেটিং পয়েন্ট) অবস্থান করছে। র‍্যাংকিংয়ের শীর্ষ দশের বাকি দুটি স্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান (৮০ রেটিং পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৮ রেটিং পয়েন্ট)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত