ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কথা রেখেছেন সাকিব

ভারতকে হারিয়েই দেশে ফিরল টাইগাররা

ভারতকে হারিয়েই দেশে ফিরল টাইগাররা

সুপার ফোরে টানা দুই ম্যাচ হারায় এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপের মিশন শেষ করার প্রত্যায় ব্যক্ত করেছিলেন সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেছিলেন, ‘আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।’ নিজের অলরাউন্ড পারফরম্যান্স দিয়েই সেই কথা রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন সাকিব আল হাসানরা। শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব বাহিনী। এশিয়ার অলিম্পিক খাত এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানে গিয়েছিল লাল-সবুজেরা, তা পূরণ হয়নি। কেবল শেষ ম্যাচে ভারতের বিপক্ষে যে জয়টা এসেছে, তা আরো বেশি আফসোস বাড়িয়েছে। কেননা, সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় পেলে ফাইনালে খেলত সাকিবরা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১১ বছর পর জয় ছিনিয়ে দেশে ফিরলেন টাইগাররা। গত শুক্রবার কলম্বোতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পান টাইগাররা। এদিন ব্যাট হাতে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে নেন সাকিব। ৮৫ বলের ইনিংসে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি। এরপর বল হাতে ১০ ওভারে ২ মেইডেনসহ ৪১ রানের বিনিময়ে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ম্যাচশেষে সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমরা হাতে খুব ভালো একটা দল পেয়েছি। দলের অনেকে ইনজুরিতে আছে, কেউ কেউ যাওয়া আসার মধ্যে আছে। যেটা আসরে আমাদের সহায়তা করেনি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে দল হিসেবে আমরা ভয়ঙ্কর হব।’ ভারতের বিপক্ষে জয়ে তরুণ পেসার অভিষিক্ত তানজিম সাকিবকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া আরেক অফস্পিনার শেখ মাহেদীর স্লগে পাঁচ ওভার বোলিং করে চ্যালেঞ্জ জেতায় এবং ব্রেক থ্রু এনে দেয়ায় তাকেও বাহবা দিয়েছেন ওয়ানডেতে বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেছেন, ‘কিছুটা সিম কাজে দিচ্ছিল। কিন্তু পুরোনো বলে খেলা সহজ ছিল। শেখ মাহেদী যখন বোলিংয়ে এসেছে ওটা সহজ সময় ছিল না। সে আমাদের দরকারি ব্রেক থ্রু দিয়েছে। শেষ দিকে সে পাঁচ ওভার বোলিং করেছে, স্পিনার হিসেবে যা সহজ ছিল না। তানজিম শুরুতে খুব ভালো বোলিং করেছে।’ এদিকে এশিয়া কাপ শেষ হলেও আপাতত বিশ্রাম নেই বাংলাদেশ দলের। কারণ, দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। আগামী ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই দলের ওয়ানডে সিরিজটি। আর সেটিতে অংশ নিতে ১৭ সেপ্টেম্বর ঢাকা আসবে কিউইরা। ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের কথা চিন্তা করে বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজ থেকে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এই সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে সাকিব, মুশফিক, তাসকিনকে। বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত