পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জেলাপর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। গতকাল মঙ্গলবার জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টুর্নমেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন। উদ্বোধনী খেলায় অংশ নেয় বালক বিভাগে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া উপজেলা সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে পরে টাইব্রেকারে ৪-৩ গোলে তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বালিকা বিভাগে পঞ্চগড় সদর উপজেলার বানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে জয়লাভ করে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়োজকরা জানান, জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত টুর্র্নামেন্টে উভয় বিভাগে ১০ টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন, সারাবিশ্বের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার সবচেয়ে বড় আয়োজন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। বর্তমান সরকার শিশুদের খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতি বছর সারাদেশে এ আয়োজন করে আসছে।