ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তি পেল ভারত বিশ্বকাপের থিম সং

মুক্তি পেল ভারত বিশ্বকাপের থিম সং

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারতের মাটিতে বিশ্বকাপের ১৩তম আসর। শেষ পর্যন্ত কোন দলের হাতে বিশ্বকাপের ট্রফি ওঠে, তা সময়ই বলে দেবে। তবে এখন থেকেই যে প্রতিটি দলের প্রস্তুতি তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে এবারের টুর্নামেন্টের আয়োজক ভারত, তাই বড় মঞ্চকে সামনে রেখে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে মুক্তি পেয়েছে ওয়ানডে বিশ্বকাপের থিম সং, যার শিরোনাম রাখা হয়েছে ‘দিল জশন বলে।’ আগেই জানা গিয়েছিল, ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের থিম সং। এবারের বিশ্বকাপের থিম সং এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। ওই গানে পারফরম্যান্স করেছে বলিউড তারকা রণবীর সিং। আর গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দিল জশন বলে’ গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, এক দিনের এক্সপ্রেসে বোর্ড করুন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট জশনে যোগ দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত