ফের বিশ্বকাপে টাইগারদের টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে সে আসরে টাইগারদের ভরাডুবির কারণে সফরটা লম্বা হয়নি সাবেক এই স্পিন বোলিং অলরাউন্ডারের সঙ্গে। দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ভারতীয় এই কোচকে আবারও ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও সাকিব-মুশফিকদের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করবেন শ্রীরাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৌহাটিতে বিশ্বকাপের একদম প্রস্তুতি ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন শ্রীরাম। মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৭ সেপ্টেম্বর গৌহাটি যাবেন সাকিব আল হাসানরা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। সেখান থেকে দল যাবে ধর্মশালায়। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’ গত বছর টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের আগে শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। তখন কেবল তাকে টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করার দায়িত্ব দেয়া হয়। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে দলের সঙ্গে কাজ করেছেন এই কোচ। যদিও শ্রীরামের অধীনে দলগত সাফল্য আসেনি। তবে অধিনায়ক সাকিব আল হাসান তখন বলেছিলেন, শ্রীরাম ভালো কাজ করছেন, তাকে দীর্ঘমেয়াদে রাখা যায়। বিশ্বকাপের পর তৎকালীন কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে কোচের পদে বসানো হয় ভারতীয় এই কোচকে। এরপর হাথুরুসিংহে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব ছেড়ে দেন শ্রীরাম। সাবেক স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। জাতীয় দলে নিয়মিত না হলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন শ্রীরাম। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন, সে সময়ই ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ। এছাড়া কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও।