ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব শুরু

আজ বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব শুরু

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন-বিশেষ শিশু-কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৩।’ জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে পাঁচটি ডিসিপ্লিনে প্রায় ৩০০ জন বিশেষ শিশু-কিশোর অংশ নেবে এই উৎসবে। বেলা ১১টায় ইস্কাটন গার্ডেনস্থ সুইড বাংলাদেশ কার্যলায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত থাকবেন আয়োজক কমিটির সদস্যরা। সুইড বাংলাদেশের কার্যালয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসব মোট পাঁচটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- বউচি, ঝুড়িতে বল নিক্ষেপ, টেবিল টেনিস, ক্যারম এবং ব্যাডমিন্টন। বিজয়ীদের করা হবে পুরস্কৃত। এছাড়া অংশ নেয়া সবাইকে দেয়া হবে শান্ত¡না পুরস্কার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত