ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএল প্লেয়ার্স ড্রাফট রোববার

দেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মুশফিক

দেশি ক্যাটাগরিতে  সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মুশফিক

সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে আগামী বছরের শুরুর দিকে। সাম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে জানুয়ারিতে। সে হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হতে এখনও বাকি প্রায় চার মাস। এবার হাতে কিছুটা সময় নিয়েই একটু আগেভাগেই দল গোছাতে শুরু করেছে সব ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার আনুষ্ঠানিকভাবে দল গঠনের লক্ষ্যে প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দেশি-বিদেশি খেলোয়াড়দের নিলামটি অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে বিসিবি। সেই তালিকায় জায়গা হয়নি নাসির হোসেনের। সম্প্রতি তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এবার আসন্ন বিপিএলের প্লে-য়ার ড্রাফটে মোট ৪৪৮ জন বিদেশি ও ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বিদেশিদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটেগরিতে। ক্যাটাগরি ‘এ’- তে আছেন মোট ১৮ জন ক্রিকেটার। ক্যাটাগরি ‘বি’-তে আছেন ১৬ জন ক্রিকেটার। ‘সি’ ক্যাটেগরিতে আছেন ৬০ জন। ক্যাটেগরি ‘ডি’ ও ‘ই’-তে রাখা হয়েছে যথাক্রমে ৯৭ জন ও ২৫৫ জনকে। অন্যদিকে দেশি ক্রিকেটারদেরকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে। দেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। দেশি হিসেবে তিনি পাচ্ছেন সর্বোচ্চ ৮০ লাখ টাকা পারিশ্রমিক। এছাড়া ‘বি’ ক্যাটেগরিতে আছেন চারজন ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। এই তালিকার উল্লেখযোগ্য নাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। ‘ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ। সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটেগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদহোসেনদের জায়গা হয়েছে এই ক্যাটেগরিতে। ‘ই’ ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা। ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন ‘জি’ ক্যাটেগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা। তবে বিসিবি প্রকাশিত খসড়া তালিকায় জায়গা হয়নি নাসির হোসেনের। টি-টেন লিগে খেলার সময়কার একটি ঘটনার জের ধরে এই অভিযোগ এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ২০১০ সালে টি-টেন লিগে খেলার সময় এক ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) মনে করছে সেই ব্যক্তিটির ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। নাসির যেহেতু সেই ব্যক্তির নিকট থেকে উপহার নিয়েছে সে কারণে নাসির দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এমনটাই ধারণা ইসিবির। সে কারণেই বিষয়টি তারা আইসিসির কাছে জানিয়েছিল। তাদের অভিযোগের প্রেক্ষিতে নাসিরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। এদিকে আসন্ন বিপিএলকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জৌলুসময় এই টুর্নামেন্টের এবারের আসরে মোট সাতটি দল অংশ নেবে। যার মধ্যে রয়েছে সর্বশেষ টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল। তবে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানার পরিবর্তন ঘটেছে। এর নতুন মালিকানা পেয়েছে নিওটেক্স গ্রুপ। নতুন মালিকানার অধীনে পরিবর্তিত হয়েছে দলের নামও। গত আসরে ঢাকা ডমিনেটর্স নামে খেলা দলটি এবারের আসরে খেলবে দুর্দান্ত ঢাকা নামে। যদিও টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে জাতীয় নির্বাচনের পরেই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত