ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোন দল কত টাকা পাবে

বিশ্বকাপে বাড়ল প্রাইজমানি

বিশ্বকাপে বাড়ল প্রাইজমানি

বেজে উঠেছে বিশ্বকাপ ক্রিকেটের দামামা। আর দুই সপ্তাহও বাকি নেই ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে। ইতোমধ্যেই চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। গতকাল শুক্রবার ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য মোটা অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। চ্যাম্পিয়ন, রানার্স আপ, সেমিফাইনালিস্ট ও গ্রুপপর্বের দল মিলিয়ে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে এবারের আসরে। ফলে চ্যাম্পিয়ন দল শুধু ট্রফিই নয়, শিরোপা জিতলে পাবে বিশাল প্রাইজমানি।

এমনকি অংশগ্রহণকারী বাকি দলগুলোও ভালো টাকা-পয়সা নিজেদের পকেটে নিয়ে ফিরতে পারবে। চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। এছাড়া রানারআপ দলের পকেটে যাবে ২ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা। রাউন্ড রবিন লিগে একেকটি জয়ের জন্যই দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা করে। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ছয়টি দল ঘরে ফিরবে আরও ১ লাখ ডলার বা ১ কোটি টাকা নিয়ে। মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার, যার ৬ মিলিয়ন ডলারই বরাদ্দ থাকছে দুই ফাইনালিস্টের জন্য। চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে রানার-আপ দল, অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। ওয়ানডে বিশ্বকাপের গত আসর মাঠে গড়িয়েছিল ইংল্যান্ডে। সেবার অংশগ্রহণকারী দলোগুলো যে প্রাইজমানি পেয়েছিল, এবারও সেটা একই থাকছে। অর্থাৎ, এবারও প্রাইজমানিতে কোনো ভিন্নতা নেই।

এবারের বিশ্বকাপের আসরে ১০টি দেশ- ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে। এরপর নকআউট রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। চলতি বছরের জুলাইতে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হওয়া আইসিসির বার্ষিক সভায় দেয়া ঘোষণা অনুযায়ী ছেলেদের বিশ্বকাপের সমপরিমাণ প্রাইজমানি থাকছে মেয়েদের বিশ্বকাপেও। ২০২৫ সালে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত