ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেইমারের গোলখরা জয়বঞ্চিত আল হিলাল

নেইমারের গোলখরা জয়বঞ্চিত আল হিলাল

ইউরোপের পাট চুকিয়ে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র। কাড়ি কাড়ি অর্থ খরচ করে তাকে দলে ভেড়ায় আল হিলাল। কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান পোস্টার বয়। সৌদি পরিবেশে এসে কি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে নেইমারের? যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ব্রাজিলিয়ান তারকা। আল হিলালের জার্সিতে নেইমারের অভিষেক হয়েছে আগেই। সৌদি প্রো লিগের সেই ম্যাচে ৬-১ গোলের বড় জয় পেয়েছিল তার দল, কিন্তু বদলি হিসেবে নেমে বলার মতো কিছু করতে পারেননি সাবেক পিএসজি ফরোয়ার্ড। এরপর এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে নেইমারের। নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১-১ গোলে ড্র করে।

নেইমারের কোনো গোল ছিল না, ছিল না অ্যাসিস্টও। উল্টো দেখেছিলেন হলুদ কার্ড। গত বৃহস্পতিবার রাতে আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। পারফরম্যান্স সেই আগের মতোই। না গোল, না অ্যাসিস্ট। এবার তার দল এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ফিরেছে ১-১ ড্র নিয়ে। অথচ ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল আল হিলাল। সালেম আল দাওসারির এগিয়ে দেয়া বল বক্সের মধ্যে পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি-কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরান রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ। এরপর জয় পেতে মরিয়া চেষ্টা করেছে আল হিলাল। কিন্তু নেইমারের হতাশাজনক পারফরম্যান্স আর গোল মিসের রাতে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তাদের। ফলে নির্ধারিত সময় শেষে পয়েন্ট ভাগভাগি করেই মাঠ ছাড়তে হয় আল হিলালকে। এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করেছে আল হিলাল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল ইত্তিহাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত