ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিংয়ে না নেমেই দ্বিতীয় রাউন্ডে বক্সার জিনাত

রিংয়ে না নেমেই দ্বিতীয় রাউন্ডে বক্সার জিনাত

গতকাল শনিবার হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠেছে এশিয়ান গেমসের ১৯তম আসরের। এশিয়ার অলিম্পিক খ্যাত এই গেমসের উদ্বোধনী দিনে বক্সিংয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রিংয়ে নামছেন অংশগ্রহকারী বক্সাররা। তবে মেয়েদের ৫০ কেজি ইভেন্টে রিংয়ে নামতে হচ্ছে না বক্সার জিন্নাত ফেরদৌসকে। তার আগেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার। গতকাল শনিবার প্রথম রাউন্ডে ওয়াক ওভার পেয়েছেন তিনি। তাতেই উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডের খেলা হবে ২৭ সেপ্টেম্বর। জিন্নাতের প্রতিপক্ষ হবেন আজ মঙ্গোলিয়ান ও ফিলিপিনো বক্সারের মধ্যে জয়ী একজন। দ্বিতীয় রাউন্ডে জিন্নাত জিততে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। কোয়ার্টার ফাইনালে উঠলে পদক জয়ের কাছাকাছি যাবেন বাংলাদেশের এই বক্সার। এবার ১৭টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম সম্ভাবনাময় ইভেন্ট বক্সিং। যেখানে স্বপ্ন দেখাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত।

ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ায় জিনাত খুশি হলেও সন্তুষ্ট নন। কারণ তিনি রিং দেখার সুযোগ পাননি, সুযোগ পাননি প্রতিপক্ষকে দেখার, তার সামর্থ্য জানার, ‘আসলে ভালো হলো কিনা বুঝতেছি না। তবে আমি খুশি। অবশ্য স্টেডিয়ামে যেতে পারিনি প্রতিপক্ষকে দেখতে পারিনি। তার সামর্থ্য সম্পর্কে ধারনা পাইনি। খেলতে পারলে ভালো হতো। আমি এই ম্যাচটির জন্য প্রস্তুত ছিলাম।’ দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ সম্পর্কে জিনাত বলেন, ‘আসলে পাঁচ মাস আগে ও আজকে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। অনেক কিছু পরিবর্তন হয়।’ এশিয়ান গেমসে বক্সিং কতটা কঠিন- এই প্রশ্নের জবাবে জিনাত বলেন, ‘অবশ্যই কঠিন। এখানে সেরা ১০ জন বক্সার আছেন। যারা খুবই ভালো করেন। তাদের বিপক্ষে লড়াই করাটা সহজ হবে না কারো জন্যই।’ বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রপ্রবাসী এই বক্সারের সন্ধান মিলেছে কয়েক মাস আগেই। জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই জিন্নাতের বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ না করেও সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছেন জিন্নাত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত