ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোনালদো উড়ছেন আল নাসর জিতছে

রোনালদো উড়ছেন আল নাসর জিতছে

সৌদি প্রো লিগে রীতিমতো উড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ অধিনায়কের সঙ্গে উড়ছে ক্লাব আল নাসরও। সিআর সেভেনকে ছাড়া প্রথম দুই ম্যাচে পরাজয়ের মুখ দেখা দলটি টানা জিতেই চলছে। রোনালদো যোগ দেয়ার পর থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় পর্তুগিজ তারকার জোড়া গোলে আল আহলিকে ৪-৩ গোলে হারিয়েছে আল নাসর। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে আল নাসর। তাতে ম্যাচের চার মিনিটের মাথায় এগিয়ে যায় দলটি। সেনেগাল তারকা সাদিও মানের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই গোলে অবশ্য আল আহলি গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডির দোষ দেয়া যায় না। একই তালে খেলতে থাকা নাসর দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ১৭ মিনিটে। ব্যবধান ২-০ করেন আন্ডারসন তালিসকা। বিপরীতে ৩০ মিনিটে এক গোল শোধ করে আল আহলি। গোল করেন ফ্রাঙ্ক কেসি। তবে বিরতিতে যাওয়ার আগে ফের লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেন তালিসকা। বিরতি থেকে ফিরেও নিজেদের আক্রমণের ধারা বজায় রেখে খেলতে থাকে নাসর। এর ফাঁকেই পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে ম্যাচে ফেরান রিয়াদ মাহরেজ। আর তাতেই জমে ওঠে ম্যাচ। এরপর ব্যবধান বাড়াতে আত্র ২ মিনিট সময় নেয় নাসর। নিজের দ্বিতীয় গোল করে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান রোনালদো। সব মিলিয়ে চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে রোনালদোর গোল সংখ্যা এখন ৯, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৪টি গোল। এরপর ৮৭ মিনিটে ফেরাস আলব্রিকানের গোলে ব্যবধান ৪-৩ করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনে আল আহলি। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নাসর। এ জয়ের পর ৭ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ৬ নম্বরে আছে আল আহলি। ৭ ম্যাচে টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত