ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপ দলে থাকবেন না তামিম

বিশ্বকাপ দলে থাকবেন না তামিম

সবকিছু ঠিক থাকলে হয়তো আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতেন তামিম ইকবালই। গত তিন মাসে নানা ঘটন অঘটনের মধ্যে বদলে গেছে অনেক কিছুই। আচমকা অবসরের ঘোষণা দেন এই দেশসেরা ব্যাটার। তারপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলে ফেরেন ক্রিকেটে।

তবে পিঠের চোটের কারণে অধিনায়কত্ব ছেড়েছেন, দলে অনিয়মিত হয়েছেন, এবার বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় এই অভিজ্ঞ ওপেনার। চোট কাটিয়ে চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছিলেন তামিম। তবে এক ম্যাচের বেশি খেলতে পারলেন না। আবারও বিশ্রামে গেলেন তিনি। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিশ্রাম বলা হলেও, কিছুটা চোট আছে এই ওপেনারের। সঙ্গত কারণেই শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। এই ওপেনার এখনো যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। বিসিবির সূত্রের বরাতে জানা গেছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। তামিম না হয়ে অন্য কোনো ক্রিকেটার এমন শর্ত দিলে হয়তোবা তাকে ছাড়াই স্কোয়াড সাজাতো টিম ম্যানেজমেন্ট। তবে তামিমের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া। তাই গত সোমবার রাতে তামিমের প্রসঙ্গ নিয়ে বিসিবি সভাপতির বাসভবনে আলোচনায় বসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে এবং সাকিব আল হাসান।

নাজমুল হাসান পাপনের সঙ্গে অধিনায়ক এবং প্রধান কোচের আলোচনা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তবে দল ঘোষণার পরই তামিম প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে। আপাতত ধারণা করা হচ্ছে, তামিমের অভিজ্ঞ এবং তরুণ ওপেনারদের অফফর্ম বিবেচনায় স্কোয়াডে রাখা হতে পারে তামিমকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোকে তাদের চূড়ান্ত দল ঘোষণার দিন বেধে দিয়েছে আজ (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত।

ডেডলাইনের আগের দিন গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটি শেষ হওয়ার পর বা ম্যাচের মাঝপথেই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা ছিল টিম ম্যানেজমেন্টের। এমন সময় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকার কথা ছিল বিশ্বকাপের স্কোয়াড।

কিন্তু সবার নজর বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নিজের দিকে নিয়ে গিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত