ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চেলসি সংকট পোচেত্তিনোর ভবিষ্যৎ কোন পথে?

চেলসি সংকট পোচেত্তিনোর ভবিষ্যৎ কোন পথে?

পারফরমেন্সের ক্রমাবনতি প্রতিদিনই চেলসির সংকটকে আরো ঘনীভূত করে তুলছে। এই পরিস্থিতিতে কোচ মরিসিও পোচেত্তিনো যদিও বলে যাচ্ছেন সমস্যা সমাধানে তার আরো কিছুটা সময়ের প্রয়োজন। কিন্তু ক্লাবের মালিকপক্ষ কতক্ষণ পর্যন্ত সেই সময় তাকে দিতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা থেকেই যায়। মাত্র দুই বছর আগে ব্লুজরা ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ তারপর থেকেই ক্লাবের দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। এবারের মৌসুমে ছয় ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে ব্লুজরা। রেলিগেশন জোন থেকে তারা মাত্র চার পয়েন্ট উপরে রয়েছে। প্রিমিয়ার লিগে গত রোববার সর্বশেষ এ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। চেলসি ডিফেন্ডার মালো গুস্তোর লাল কার্ডের পর ওলি ওয়াটকিন্সের গোলে ভিলার জয় নিশ্চিত হয়। গত বছর চেলসি তাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল। কিন্তু এবারের মৌসুমে তারা আরো বেশি সংঘবদ্ধ হয়ে লিগ শুরু করে। ট্রান্সফার মার্কেটেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে দল শক্তিশালী করার চেষ্টা করেছে। ক্লাবের মার্কিন মালিক টড বোহলি তার পাশে আছেন এমন দাবি করে রোববারের ম্যাচের পর পোচেত্তিনো বলেছেন, ‘আমাকে আরো কিছুটা সময় দিন। অবশ্য মালিকপক্ষ এই পারফরমেন্সে বেশ হতাশ। তারা বেশ আশা নিয়ে এই ক্লাবের দায়িত্ব গ্রহণ করেছিল। এখানকার প্রকল্পগুলো তাদের আকৃষ্ট করেছিল। তারা আশাহত হলেও একই সঙ্গে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সহযোগিতা চাচ্ছে।’ গত মে মাসের স্ট্যামফোর্ড ব্রিজের নতুন ম্যানেজার হিসেবে পোচেত্তিনোকে নিয়োগ দেয়া হয়। ২০২২ সালে রোমান আব্রাহিমোভিচের স্থলাভিষিক্ত হওয়ার পর টড বোহলির অধীনে এ নিয়ে তৃতীয় স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পান পোচেত্তিনো। নিয়োগের সময় এই আর্জেন্টাইন কোচের প্রশংসা করে চেলসি বলেছিল, ‘তিনি একজন পরিক্ষীত কোচ, যার সর্বোচ্চ পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে।’ এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আরো একবার বিপুল পরিমাণ অর্থলগ্নির বিষয়টিতে পোচেত্তিনোকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বোহলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত