ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলোচিত ছয় ঘটনা নান্নু থেকে তামিম

আলোচিত ছয় ঘটনা  নান্নু থেকে তামিম

বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলে ১৯৯৯ সালে। ওই আসর থেকে অংশ নিতে যাওয়া নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ পর্যন্ত প্রতিবাদ দল ঘোষণা নিয়ে ঘটেছে আলোচিত ঘটনা।

১৯৯৯ : যেটা ছিল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। সেই আসরে মিনহাজুল আবেদীন নান্নুর (বর্তমান প্রধান নির্বাচক) দলে অন্তর্ভুক্তি নিয়ে বেশ বিতর্ক হয়।

২০০৭ : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া আসরে বাংলাদেশ অনেক আশা নিয়ে অংশ নেয়। কিন্তু দল ঘোষণার আগে কে হবেন উইকেটকিপার (মুশফিকুর রহিম, নাকি খালেদ মাসুদ) এ নিয়ে হয় তুমুল আলোচনা।

২০১১ : বিশ্বকাপের আগে চোটে পড়েন মাশরাফি বিন মুর্তজা। যদিও তিনি নিজেকে ফিট দাবি করেছিলেন, কিন্তু নির্বাচকরা মাশরাফিকে বিশ্বকাপ দলে রাখেননি।

২০১৫ : বিশ্বকাপের আগে আইনি ঝামেলায় জড়িয়ে জেলে যান পেসার রুবেল হোসেন। পরে জামিন নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন তিনি।

২০১৯ : চোট থেকে সেরে ওঠা তাসকিন ফিটনেস সমস্যার কারণে বিশ্বকাপ দলে সুযোগ পাননি, যে কারণে অঝোরে কেঁদেছিলেন তিনি।

২০২৩ : বিশ্বকাপে অধিনায়কত্ব করার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু শতভাগ ফিট না হয়ে ম্যাচ খেলায় টিম ম্যানেজমেন্টের প্রশ্নের মুখে পড়ে অবসর ঘোষণা করেন।

অবসর ভেঙে মাঠে ফিরলেও ওই ইনজুরি-ফিটনেস জটিলতার কারণে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেই খেলা হচ্ছে না তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত