ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেরা বিশ্বকাপের প্রতিশ্রুতি বাবরের

সেরা বিশ্বকাপের প্রতিশ্রুতি বাবরের

অনেক নাটকীয়তায় অনেক পানি ঘোলা শেষে ভারতে আয়োজিত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আজ চিরবৈরী দেশে যাওয়ার কথা বাবর আজম ব্রিগেডের। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে গত মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে সেরা সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার ভাষায়, আমাদের মনোবল অনেক উঁচুতে। দেশবাসী আমাদের প্রার্থনায় রাখবেন, এই আবেদন করছি। বিশ্বকাপের আগে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স ছিল এক কথায় গড়পড়তা মানেরও নিচে। ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি বাবর ব্রিগেড। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে তারা হেরে যায় ২২৮ রানের লজ্জাজনক ব্যবধানে। এই ব্যর্থতা মেনে নিয়েও, বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব দেখাতে পারবেন এই আত্মবিশ্বাস বাবরের কণ্ঠে। বলেছেন, এশিয়া কাপে আমরা সেরা ছিলাম না। আমরা ভুল থেকে শিখেছি। একটা সেরা কম্বিনেশন পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। সেটা আমরা পেয়েছি। কন্ডিশন অনুযায়ীই আমরা সেরা দলটা নিয়ে যাচ্ছি। বাবরের নামের সঙ্গে স্থায়ী হয়ে গেছে রান মেশিন শব্দযুগল। যদিও এশিয়া কাপে সেরা ছন্দে ছিলেন না পাকিস্তান অধিনায়ক। এ প্রসঙ্গে তার ভাষ্য, এশিয়া কাপে আমার পারফরম্যান্স নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। আশা করছি দলের জন্য যেটা ভালো হবে আমি সেভাবেই ব্যাট করব। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। পাকিস্তান বিশ্বকাপ মিশন শুরু করবে পরের দিন। ৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। রবিন লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা মহাদ্বৈরথে নামবে ১৪ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এই ম্যাচণ্ডসংক্রান্ত প্রশ্নের জবাবে বাবর বলেন, আহমেদাবাদের এই ম্যাচ নিয়ে আমি ভীষণভাবে উদ্দীপ্ত। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে দর্শকঠাসা গ্যালারির সামনে ভারত-পাকিস্তান ম্যাচ। এটা একটা অন্যরকম ব্যাপার। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। শুধু টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে এই দুই দেশের লড়াই দেখা যায়। যার অর্থ, পাকিস্তান বর্তমান দলের কারোরই ভারতের মাটিতে খেলার কোনো অভিজ্ঞতা নেই। এটাকে সমস্যা বলে মনে করছেন না বাবর। তার কথায়, এর আগে আমরা কেউই ভারতের মাটিতে খেলিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত