ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে

ক্রিকেটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী
বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে

চীনের হ্যাংজু শহরে বসেছে এশিয়ার অলিম্পিকখ্যাত এশিয়ান গেমসের ১৯তম আসর। সেখানে মেয়েদের ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। আর মাত্র চার দিন পরই পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। প্রতিবেশী ভারতের মাটিতে হতে যাওয়া ক্রিকেটের বৃহত্তম এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় সম্ভাবনা দেখছেন অনেকেই। ইতোমধ্যে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ঠিক এমনিভাবে বিশ্বকাপের মূলপর্বেও ভালো ফল বয়ে আনুক- এমনটাই প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ

হাসিনার। ‘ভয়েস অব আমেরিকা’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’ সাকিব-মুশফিকদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটাই আমি চাই। আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও ওদের সঙ্গে কথা বললাম, প্লেয়ারদের সঙ্গে যারা অর্গানাইজার, তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি, খেলাধুলায় যাতে সবসময় আমাদের ছেলেমেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে।’ বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফলের প্রতি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’ ক্রীড়াঙ্গন বিশেষত, ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর অনুরাগের কথা কারও অজানা নয়, যা সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যে ফুটে উঠেছে, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে।

দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজ-খবর রাখে, যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না।

কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’ আসন্ন মেগা এই টুর্নামেন্টে প্রধানমন্ত্রীর দোয়াও পাশে থাকবে, এমনই আশা টাইগার অধিনায়কের, ‘পুরো বাংলাদেশের মানুষই দোয়া করবে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের জন্য দোয়া করবে। আশা করব এই বিশ্বকাপেও আমরা ভালো কিছু করব। এবং তার সমর্থনটা সবসময় আমাদের ভেতরে থাকবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত