ইতিহাস গড়তে পারলেন না ইমরান, সেমি থেকেই বিদায়

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়ার হাতছানি ছিল অ্যাথলেট ইমরানুর রহমানের সামনে। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এশিয়ান গেমসের ১০০ মিটারের ফাইনালে উঠার। কিন্তু হিটে তৃতীয় হয়ে সেমিতে জায়গা করে নেয়া দেশের দ্রুততম মানব আর এগোতে পারলেন না। গতকাল শনিবার রাতে চীনের হ্যাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত সেমিফাইনালে ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে বিদায় নেন বাংলাদেশের এই স্প্রিন্টার। আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। সেমিফাইনাল প্রথম হিটে ইন্দোনেশিয়ার মুহাম্মদ জহির লালু ১০.১২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। মালয়েশিয়ার মুহাম্মদ আজিম ফাহমি ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। আর বাহরাইনের সাঈদ সাদ ১০.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। সেমিফাইনালের দ্বিতীয় হিটে স্বাগতিক চীনের শিয়ে ঝেনি ১০.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। থাইল্যান্ডের পুরিপুল বোনসন ১০.০৬ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়। আর উত্তর কোরিয়ার কুমরইয়ং জো ১০.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। এদিকে তৃতীয় এবং শেষ হিটে ইরানের তাফতিয়ান হাসান ১০.১৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। থাইল্যান্ডের সোরাওয়াত ১০.১৬ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয় আর চীনের গুয়ানফেং চেন ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। তিন হিট থেকে সেরা ৯ জন বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে লড়বেন। ইমরান অবশ্য নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। প্রথমবার বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নিয়ে কেন ব্যর্থ হয়েছেন সে ব্যাপারে সময় নিয়ে বিশ্লেষণ করতে চান। সমর্থন দিয়ে পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে ভারোত্তোলনে প্রথম দিন নারীদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে ‘বি’ গ্রুপে প্রথম হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। তুলেছেন ১৬০ কেজি। জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়াম জিমনেসিয়ামে এই গ্রুপে চারজন অংশ নেন। স্ন্যাচে সর্বোচ্চ ৭২ কেজি পর্যন্ত লিফট করেন স্মৃতি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৮৮ কেজি। পরবর্তীতে ‘এ’ গ্রুপের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত হবে পদক। শুটিংয়ে দশ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ১৪তম হয়েছে বাংলাদেশ। ৫৬২ স্কোর শুটার শাকিল আহমেদ ও আনজিলা আমজাদ অন্তুর। ৫৭৭ স্কোর করে স্বর্ণ জিতেছে ভারত। রৌপ্য চীন ও ব্রোঞ্জ জিতেছে ইরান। বাংলাদেশের শাকিল ২৮০ ও আনজিলা ২৮২ স্কোর করেছেন। গলফে তৃতীয় রাউন্ড শেষে ২১ নম্বরে বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল গলফ কোর্সে গতকাল শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছেন দেশসেরা গলফার। তিন রাউন্ড মিলে ২০৭ শট খেলেছেন তিনি। সবমিলিয়ে সিদ্দিক পারের চেয়ে ৯ শট কম খেলেছেন। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন পারের চেয়ে দুই শট বেশি খেলে আছেন ৩৯ নম্বরে। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন তিনি। আর্চারি শুরু হচ্ছে আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের নারী ও পুরুষ বিভাগের বাছাই হবে প্রথম দিন। গেমসকে সামনে রেখে গতকাল শনিবার ফুইয়াং ইনফু স্পোর্টস সেন্টারে অনুশীলন করেছে বাংলাদেশ দল।