ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুর্দান্ত জয়ে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

দুর্দান্ত জয়ে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

পঞ্চম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থানটি ধরে রাখতে পেরেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু ষষ্ঠ রাউন্ডে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেই পিছনে পড়ে যায় তারা। আগের রাতেই সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তবে ২৪ ঘণ্টায় সেই ব্যবধান ঘুচিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল-বার্সার সঙ্গে সমানতালে লড়তে থাকা জিরোনাকে ৩-০ গোলে হারিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল লজ ব্লাঙ্কোজরা। জিরোনার মাঠে গিয়েই জয় তুলে নিয়ে ফিরলো রিয়াল। হারানো স্থান পুনরুদ্ধার করতে কার্লো আনচেলত্তির শিষ্যদের লাগলো আরো তিন রাউন্ড। এদিন রিয়লের হয়ে গোল করেছেন হোসেলু, অরিলিয়েন চুয়ামেনি এবং জুদ বেলিংহ্যাম। তবে, ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গিয়ে ১০ জনের দলে পরিণত হয়েছিল রিয়াল। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নাচো। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘দল দারুণ খেলেছে। সলিড এবং আত্মবিশ্বাসী একটি ম্যাচ ছিল। জিরোনাও দারুণ ফুটবল খেলেছে। আমরা তাদের প্রয়োজনীয় সময়েই আঘাত করতে পেরেছিলাম। ডিফেন্সিভ জায়গাতে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিলো।’ তিনি আরও বলেন, ‘আমরা রক্ষণভাগেই খুব বেশি মনযোগ দিয়েছিলাম। কারণ জিরোনার দারুণ একটি আক্রমণভাগ ছিল। আমরা রক্ষণকে জমাট রেখেই আক্রমণে উঠেছিলাম। যে কারণে সাফল্য এসেছে।’ ম্যাচের ১৭তম মিনিটেই দারুণ এক গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন হোসেলু। জুদ বেলিংহ্যামের ক্রস থেকে বলটি পেয়েছিলেন তিনি। এর ৪ মিনিট পর আবারও গোল। এবার অরিলিয়েন চুয়ামেনি গোল করে ২-০ ব্যবধান তৈরি করেন। টনি ক্রুসের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলটিকেই দুর্দান্ত এক হেডে জিরোনার জালে জড়ান চুয়ামেনি। ম্যাচের ৭১তম মিনিটে এসে হোসেলুর লুপিং পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক ভলিতে জিরোনার জালে বল জড়ান ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম। এ নিয়ে রিয়ালে যোগ দেয়ার পর মোট ৭ গোল করলেন তিনি। এই জয়ের ফলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে অবস্থান করেছে তিনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত