ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান গেমস কাবাডি

জাপানকে উড়িয়ে ছেলেদের শুভ সূচনা, হেরেছে মেয়েরা

জাপানকে উড়িয়ে ছেলেদের শুভ সূচনা, হেরেছে মেয়েরা

এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়ান গেমসের উনিশতম আসরের পর্দা উঠেছে গেল সেপ্টেম্বরের ২৩ তারিখে। সপ্তাহ পেরিয়ে গেছে এবার কোর্টে গড়াল কাবাডি। প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশের ছেলে ও মেয়েরা। ছেলেরা সুখবর দিলেও মেয়েরা দিয়েছে তার উল্টো খবর। প্রথম দিনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। সোমবার ভোর সাড়ে ৬টায় ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানকে আটটি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে তুহিন তরফদারের নেতৃত্বাধীন দলটি। এই জয়ে পরের রাউন্ডে উন্নীত হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-০৫ পয়েন্টে এগিয়ে ছিল। জাপানের বিপক্ষে বাংলাদেশ আউট পয়েন্ট পেয়েছে ৪২টি। বোনাস পয়েন্ট পেয়েছে দুটি এবং অলআউট তথা লোনায় পেয়েছে ৮ পয়েন্ট। সব মিলিয়ে ৫২ পয়েন্ট পায় বাংলাদশ। অন্যদিকে জাপান আউট পয়েন্ট পায় আটটি, বোনাস পয়েন্ট পায় একটি এবং সুপার ট্যাকল পয়েন্ট পায় একটি। তাদের মোট পয়েন্ট হয় ১৭। একই ভেন্যুতে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত নারীদের কাবাডিতে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। ৩৭-২৪ পয়েন্টের ব্যবধানে হেরে যায় তারা। প্রথমার্ধে ১৬-২১ পয়েন্টে পিছিয়ে ছিলো বাংলাদেশ। অথচ এশিয়ান গেমসে কাবাডিতে পদক পুনরুদ্ধারে ক্রীড়াঙ্গন তাকিয়ে ছিল নারী দলের ওপর। কারণ মেয়েরা দেশে ও দেশের বাইরে (ভারত) অনুশীলন করেছে। ছিলেন বিদেশি কোচের অধীনেও। এত কিছুর পরও নেপালের বিপক্ষে লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে এমন হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির সহকারী কোচ মালেকা, ‘আসলে আমরা অভিজ্ঞতার কাছেই হেরেছি। কারণ নেপালের মেয়েরা অনেক অভিজ্ঞ।’ সাবেক এই জাতীয় খেলোয়াড় যোগ করেন, ‘আমার সময় যাদের বিরুদ্ধে খেলেছি তারা এখনো নেপালের হয়ে খেলছেন। পক্ষান্তরে আমাদের দলটি অত্যন্ত তরুণ। তারা চাপ নিতে পারেনি, তাই হেরে গেছি।’ সহকারী কোচের সঙ্গে একই মত দলটির ম্যানেজার ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের, ‘মেয়েদের কোর্টে খানিকটা নার্ভাসই লেগেছে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে চেষ্টা করেছি কিন্তু নারী দল শেষ পর্যন্ত সফল হতে পারেনি।’ আগে কাবাডিতে অর্থ ছিলনা, এরপরও এশিয়াডে থেকে পদক এসেছে। এখন কাবাডিতে অর্থের খেলা থাকলেও এশিয়াডে বিবর্ণ। দেশি কোচদের সেই অর্থে মূল্যায়ন নেই। অথচ দেশি কোচের অধীনে বাংলাদেশ নারী দল নেপালকে উড়িয়ে দিয়েছিল ২০১৬ এসএ গেমসে। ২০১৯ কাঠমান্ডু গেমসে বিদেশি কোচের অধীনে বাংলাদেশ নেপালের বিরুদ্ধে হেরেছিল ৪ বছর ব্যবধানে আবারও সেই হার। তাই অর্থ দিয়ে বিদেশি কোচ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মেয়েরা পদক জিততে ব্যর্থ হলেও পুরুষদের নিয়ে খানিকটা আশা রয়েছে। চাইনিজ তাইপেকে পরাজিত করতে পারলে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে গেমসে আরেকটি পদক যোগ হবে। মেয়েদের গ্রুপের দ্বিতীয় ম্যাচ ইরানের বিপক্ষে ৪ অক্টোবর। ছেলেদের দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর ভারতের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ৪ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ ৫ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ১৮তম এশিয়ান গেমস থেকে শূন্য হাতে ফিরেছিল পুরুষ ও নারী কাবাডি দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত