ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ নেপালে যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

আজ নেপালে যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপের আসর বসছে নেপালে। পাকিস্তান এবং নেপালের যৌথ উদ্যোগে ৪ অক্টোবর মাঠে গড়াবে এই বিশেষ টুর্নামেন্ট। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে হুইল চেয়ারে বসেই এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্য সামনে রেখে আজ বিকালে নেপালের উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান দ্বিতীয়বারের মতো শিরোপার জন্য প্রস্তুত হলেও বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। এর আগে ভারতের মাটিতে ভারতকে দ্বিপাক্ষিক এবং ট্রাইনেশন সিরিজে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। বিসিবির পরিচালক নাঈমুর রহামন দুর্জয়ের সহায়তায় এবার টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে মহসিনের দল। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাকে নিয়ে পাঁচ দলের এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে অক্টোবর ৯ তারিখে।

বাংলাদেশ দল : মোহাম্মদ মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন, সাজ্জাদ হোসেন, রবিন গেয়েইন, লিটন মৃধা, স্বপন দাওয়ান, মহিদুল ইসলাম, মোরশেদ আলম, আহাদুল ইসলাম, উজ্জ্বল বৈরাগী, রাজন হোসেন, রনি গেয়েইন ও সালমান ইয়ামিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত