ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান গেমস আর্চারি

কোয়ার্টার ফাইনালে রোমান সানারা

কোয়ার্টার ফাইনালে রোমান সানারা

চীনের হাংজুতে এশিয়ান পগমস আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল সোমবার ফুইয়ুং ইনহু স্পোর্টস সেন্টারে ভিয়েতনামকে হারিয়েছে তারা ৫-৪ সেট পয়েন্টে। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন সাগর ইসলাম, রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। ৬ অক্টোবর শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এদিকে নারী দল চাইনিজ তাইপের কাছে হেরেছে ৫-১ সেট পয়েন্টে। আর মিক্সড ইভেন্টে জাপানের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কম্পাউন্ডেও লড়াই করে জিততে পারেনি। পুরুষ দল ২৩১-২২৯ পয়েন্টে মালয়েশিয়ার কাছে, নারী দল ২২৫-২১৮ পয়েন্টে হংকংয়ের কাছে আর মিশ্র দল ভিয়েতনামের কাছে হেরেছে ১৫৪-১৫৩ পয়েন্টে। ভারোত্তোলনে নিজের সেরাটা দিতে পারেননি মাবিয়া আক্তার সীমান্ত। নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণির বি গ্রুপে পাঁচ প্রতিযোগীর মধ্যে হয়েছেন চতুর্থ। তুলেছেন ১৭৫ কেজি। স্ন্যাচে সর্বোচ্চ ৭৭ ও ক্লিন এন্ড জার্কে ৯৮ কেজি ওজন তোলেন। তার গ্রুপে সর্বোচ্চ ২১৫ কেজি তোলেন ইন্দোনেশিয়ার সাবিথা রামদানি। নিজের সেরাটা দিতে না পারায় হতাশ মাবিয়া, বাজে পারফরম্যান্সের কারণ খুঁজছেন নিজেও। এ গ্রুপের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে পদক। তবে সেরা দশে থাকাটাও অনিশ্চিত বলে জানিয়েছেন মাবিয়া। হকিতে নিজ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ছয় আর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ছয় গোল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত