ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘বিশ্বকাপে আমাদের নিয়ে দেশের মানুষের প্রত্যাশা অনেক’

‘বিশ্বকাপে আমাদের নিয়ে দেশের মানুষের প্রত্যাশা অনেক’

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আজ ভারতের মাটিতে পর্দা উঠবে ক্রিকেট মহাযজ্ঞের। এর আগে আইসিসির আয়োজনে ১০ অধিনায়কের অংশগ্রহণে হয়ে গেল ‘ক্যাপ্টেইনস মিট’। যেখানে এবারের বিশ্বকাপে নিজেদের ভাবনা এবং লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরের কথা বলি, খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আমার মনে হয়, আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।’ বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা সাকিব এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। আট ম্যাচ খেলা সাকিব করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন পাঁচটি হাফসেঞ্চুরিও। এবার বিশ্বকাপে এই অলরাউন্ডারের ওপর দল এবং সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। এ নিয়ে বাড়তি চাপ অনুভব করছেন কি সাকিব? এমন প্রশ্নের সাকিবের উত্তর, ‘না, একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে।

পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’ এবার নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন সাকিব। সবশেষ ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। আট ম্যাচ খেলা সাকিব করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন পাঁচটি হাফসেঞ্চুরিও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত