চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপজুড়ে রানের জোয়ার তৈরির আভাস মিলেছিল প্রস্তুতি ম্যাচগুলোতে। তবে টুর্নামেন্টটের উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড সেভাবে রান তুলতে পারেননি।

ব্যাটারদের ব্যার্থতায় ২৮২ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো ইংলিশ বোলারদের সঙ্গে এক প্রকার ছেলে-খেলাই করেছে নিউজিল্যান্ডের দুই ব্যাটার ডেভিড কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। দুই জনের জোড়া সেঞ্চুরি ও অপরাজিত রানের জুটিতে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। আর দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে কিউইরা। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। জো রুট ৭৭ ও জস বাটলার ৪৩ রান করেন। জবাবে ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রের জোড়া সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে নিউজিল্যান্ড। কনওয়ে ১৫২ এবং রাবিন্দ্র ১২৩ রান করে অপরাজিত থাকেন। ৯ উইকেটের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে কিউইরা। অপরদিকে হার দিয়ে যাত্রা শুরু হলো ইংল্যান্ডের।