ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ

ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপ  জয়ের মতোই গুরুত্বপূর্ণ

শুরু হয়ে গেছে বিশ্বকাপের দামামা। গতকাল বৃহস্পতিবার পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তান লড়াইকে। এই ম্যাচকে বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার। আগামী ১৪ অক্টোবর দিল্লিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ব্যাটার। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচকে গুরুত্বের সঙ্গেই দেখছেন তিনি। ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমাদের বিশ্বকাপ জিততে হবে কিন্তু এই ম্যাচটাও (ভারত-পাকিস্তান) গুরুত্বপূর্ণ। প্রত্যাশা অনুযায়ী আপনি কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তাহলে সে বলবে পাকিস্তানের সঙ্গে জিততে হবে কিন্তু সেই সঙ্গে বিশ্বকাপও জিততে হবে। আমরা অবশ্যই ফেভারিট, এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’ ২০১৬ সালের পর এবারই প্রথম ভারত সফরে গেছে পাকিস্তান। ফলে পাকিস্তান দলের বেশিরভাগ ক্রিকেটারই এবার প্রথম ভারতের মাটিতে খেলার স্বাদ পাবেন। এ কারণেই অনেকে পাকিস্তানের চেয়ে স্বাগতিক ভারতকে এগিয়ে রাখছেন। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংও মনে করেন বিশ্বকাপে বেশিদূর যেতে পারবে না পাকিস্তান। এশিয়া কাপে তারা ফাইনালে জায়গা করে নিতে পারেনি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই তারা হেরেছে। পাকিস্তান ভালো মানের টি-টোয়েন্টি দল হলেও ওয়ানডেতে তারা নিম্নমানের দল বলে মনে করেন তিনি। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা গিয়েছিল ১৯৯২ বিশ্বকাপে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত