জিকো মোরসালিনদের বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অপরিহার্য অংশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মণ, ফরোয়ার্ড শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজ। কিন্তু মালদ্বীপের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়দের রাখা হয়নি। মদকাণ্ডে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ মোট পাঁচ ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বুধবার বাফুফের নির্বাহী কমিটির সভার পরই সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন বসুন্ধরা কিংস যে পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করেছে তাদের কারোরই জাতীয় দলে ঢোকার সম্ভাবনা নেই। ওই দিন রাতেই জাতীয় দলের স্প্যানিশ কাচ হাভিয়ের কাবরেরার নিষিদ্ধ কাউকে না রেখে আরো ১২ খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। তারা গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর ১৫ ফুটবলার নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু হয়েছিল। গত মঙ্গলবার সকালে আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৬ জনের সঙ্গে আরো ১২ যোগ হয়ে ২৮ জন নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। দ্বিতীয় পর্যায়ে যে ১২ জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ তাদের মধ্যে সাতজন বসুন্ধরা কিংসের। তারা হলেন- ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদউদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, সোহেল রানা-২ এবং ফরোয়ার্ড রাকিব হোসেন ও মতিন মিয়া। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, ফর্টিসের মিডফিল্ডার মজিবর রহমান জনি, মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব, ফার্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও শেখ রাসেলের ফরোয়ার্ড ইব্রাহিমকে ক্যাম্পে ডেকেছেন কাবরেরা। গত সোমবার এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচের আগেই বোমা ফাটায় বসুন্ধরা কিংস। শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাঁচ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ক্লাবটি। ওড়িশার সঙ্গে ম্যাচে তাদের ছাড়াই জয় তুলে নেয় বসুন্ধরা কিংস। পরে বাফুফের নির্বাহী সভাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘মূলত এটা কোচের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না তাদের দলে নেওয়া হবে। একটা ক্লাব যখন শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন কোচের জন্যও সেই খেলোয়াড়দের দলে রাখা কঠিন।’ বাফুফে সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভায়। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে চলতি মাসেই রয়েছে দুটি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটা মাথায় রেখে হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলন চলছে। এদিকে সাময়িক নিষিদ্ধ পাঁচ ফুটবলারের মধ্যে গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন ও অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন সর্বশেষ আফগানিস্তান সিরিজে খেলেছেন। জিকো ও তপু বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। আগামী ১২ অক্টোবর মালেতে ও ১৭ অক্টোবর ঢাকায় মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।