এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত রোববার থেকে শুরু হচ্ছে ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতাণ্ড ২০২৩’। প্রতিযোগিতায় সাত দেশের ৩১ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড়সহ মোট ৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। তন্মধ্যে বাংলাদেশ (বালক ২২ জন, বালিকা ১০ জন), হংকং (বালক একজন, বালিকা একজন), ভারত (বালক ছয়জন), কোরিয়া (বালিকা একজন), সৌদি আরব (বালক একজন), আমেরিকা (বালক একজন), শ্রীলংকা (বালিকা দুইজন) খেলোয়াড়। ভারতের হুয়াইট ব্যাজ রেফারি প্রবিন কুমার নায়েক টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। নক-আউট প্লেসমেন্ট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ফলে প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ অনূর্ধ্ব-১৪ বছরের র‍্যাংকিং পয়েন্ট অর্জন করবে। প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্টে অন্তর্ভুক্ত থাকবে। এককের চ্যাম্পিয়ন খেলোয়াড় এটিএফ ২০০ পয়েন্ট, রানার-আপ খেলোয়াড় এটিএফ ১৩৩ পয়েন্ট অর্জন করবে। এছাড়াও অন্যান্য খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ র‍্যাংকিং পয়েন্ট অর্জন করবে। শনিবার দুপুরে রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো. মোতাহার হোসেন (সাজু), সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর মাহবুব মোর্শেদ শামীম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, বেঙ্গল কামার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম ও বেঙ্গল গ্রুপের ট্রেড মার্কেটিং ও আউটডোর ব্যবস্থাপক শামিম মিয়া উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপের ভাইস- চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।