ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

র‍্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

র‍্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে ভারতে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে হারানো স্থান পুনরুদ্ধার করেছে টাইগাররা। গত রোববার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ তালিকায় সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমান টিম টাইগার্সের রেটিং ৯৩। গত শনিবার ভারতের ধর্মশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ইনিংসের সূচনাটা দারুণ করেছিল আফগানরা। তবে সেটা ধরে রাখতে পারেনি তারা। পরে মুড়ি-মুড়কির মতো উইকেট হারায় রশিদণ্ডমুজিবরা। এতে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় আফগান বাহিনী। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। তবে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আশানুরূপ পারফরম করতে পারেনি শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেছে তারা। তাতে আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে ৮ নম্বরে নেমে গেছে তারা। এখন লঙ্কানদের রেটিং ৯১।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত