আইসিসি ওয়ানডে বিশ্বকাপ

মাহমুদউল্লাহ না শেখ মাহেদী কে খেলছেন আজ?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানকে গুঁড়িয়ে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এমন জয়ে স্বস্তির হাওয়া বইছে টাইগার শিবিরে। চলমান বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আজ ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেলেও অপরিবর্তিত একাদশ নিয়ে ইংলিশ বাহিনীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। শক্তির বিচারে আফগানদের চেয়ে বেশ এগিয়ে ইংলিশরা। তাছাড়া আফগানিস্তান ও ইংল্যান্ডের খেলার ধরনের মধ্যেও রয়েছে ব্যাপক পার্থক্য। আর তাই ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। রশিদণ্ডনবীদের বিপক্ষে শুরুতে উইকেট না পাওয়ায় একজন বোলার কম নিয়ে খেলার সমস্যাটা ফুটে উঠেছিল বেশ ভালোভাবেই। ইংল্যান্ডের বিপক্ষেও কি পাঁচ বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, এ প্রশ্ন অনেকেরই। ধারণা করা হচ্ছে, বোলিং লাইনআপকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে ছয় বোলার নিয়ে মাঠে নামতে পারে সাকিব আল হাসানের দল। আর সেক্ষেত্রে আফগান ম্যাচের একাদশ থেকে বাদ দিতে হবে একজনকে। তখন কে বাদ যাবেন, অপশন আছে দুটি। ওপেনার তানজিদ হাসান তামিম কিংবা মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন তামিম। তাছাড়া তাকে আরো সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্টও। ফলে, ধারণা করা হচ্ছে রিয়াদকেই শেষ পর্যন্ত একাদশের বাইরে থাকতে হতে পারে। ছয় বোলার নিয়ে খেললে এবং রিয়াদ বাদ পড়লে বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন শেখ মাহেদী ও নাসুম আহমেদের মধ্য থেকে একজন। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে ভালো করায় মাহেদীই এগিয়ে থাকবেন নাসুমের চেয়ে। আবার ব্যাট হাতেও রান তুলতে বেশ সামর্থ্যবান তিনি। যার কারণে একাদশে দেখা যেতে পারে এই স্পিনারকে।