জায়গা হারাচ্ছেন লিটন দাস!

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানকে গুঁড়িয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানদের বিপক্ষে দলের বোলিং বিভাগ স্বস্তি দিলেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে শুরুর ব্যাটিং। ওই ম্যাচে জয় পেলেও টাইগারদের অস্বস্তির অন্যতম কারণ ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে ওপেনিংয়ে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তবে আফগানদের সঙ্গে বাজে পারফরম্যান্সে নির্বাচকদের হতাশায় ডুবিয়েছেন তারা। আফগানদের বিপক্ষে ১৮ বলে ১৩ রান করেছেন লিটন। আর সবশেষ কয়েক ম্যাচ ধরেই ফর্মে নেই ক্লাসিক এই ওপেনার। সবশেষ এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও আলো ছড়াতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এমন পরিস্থিতিতে ইংলিশদের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা জেগেছে। এর মধ্যেই আভাস পাওয়া যাচ্ছে, ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেয়া হতে পারে লিটনকে। ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। ওপেনিংয়ে রান না পাওয়ার কারণে লিটনকে খেলানো হতে পারে মিডেল-অর্ডারে। আর ওপেনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে এ নিয়ে নাকি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কিছু কথাবার্তাও হয়েছে।