ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল শুরু আজ

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল শুরু আজ

পেশাগত দায়িত্ব পালনে প্রতিদিনই ব্যস্ত সময় পার করেন সাংবাদিকরা। তাই প্রতি বছরই তাদের জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে থাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এবারো তার ব্যাতিক্রম হচ্ছে না। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আজ থকে শুরু হচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। এদিন বেলা ১১টায় রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সংসদ সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সালাম মুর্শেদী। এবারের আসরে ৪৯টি মিডিয়া হাউজ নকআউট পদ্ধতিতে আটটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। মঙ্গলবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআরইউ ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, এবারের টুর্নামেন্টে ৪৯টি দল অংশগ্রহণ করছে। আমরা একে অপরের পরিচিত। কেউ প্রফেশনাল খেলোয়াড় না। আমরা আনন্দের জন্য খেলবো। আমরা সবার মধ্যে সহমর্মিতা রাখবো। আমাদের এই সহমর্মিতা যেন নষ্ট না হয়। তিনি আশা প্রকাশ করেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি শেষ হবে। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান হোসেল বলেন, আগামীকাল (আজ) থেকে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদ সদস্য ও সাবেক তারকা ফুটবলার সালাম মুর্শেদী টুর্নামেন্টের উদ্বোধন করবেন। আমরা আশা করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো অত্যন্ত আনন্দঘন পরিবেশে খেলায় অংশগ্রহণ করবেন। প্রতিটি দল প্রতিপক্ষ দলের প্রতি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখবেন। ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, বরাবরই আমরা ডিআরইউ’র ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে থাকি। বৈশ্বিক মহামারির কারণে এ বছর আমরা বাজেট একটু কম দিয়েছি। আগামীতে বড় পরিসরে আমরা ডিআরইউ’র সবগুলো ইভেন্টের সঙ্গে থাকব। টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন চ্যানেল আই এবং রানার্সআপ জাগো নিউজের পাশাপাশি অংশগ্রহণকারী মিডিয়া হাউজগুলোর মধ্যে রয়েছে- ঢাকা পোস্ট, আজকালের খবর, কালবেলা, যুগান্তর, খবরের কাগজ, বিডি নিউজ, ভোরের আকাশ, বাংলাভিশন, সময়ের আলো, অবজার্ভার, ভোরের কাগজ, এখন টিভি, গাজী টিভি, এটিএন নিউজ, নিউ এজ, চ্যানেল ২৪, সারাবাংলা.নেট, মাই টিভি, বাংলানিউজ, প্রতিদিনের বাংলাদেশ, আমাদের সময়, ৭১ টিভি, সমকাল, ডেইলি স্টার, মানবকণ্ঠ, আজকের পত্রিকা, বিজনেস পোস্ট, রাইজিং বিডি, দীপ্ত টিভি, নিউজ২৪, নয়াদিগন্ত, আমাদের অর্থনীতি, বাংলাদেশ প্রতিদিন, সংগ্রাম, খবর সংযোগ, এটিএন বাংলা, ইনকিলাব, বাংলাদেশ পোস্ট, আরটিভি, বিটিভি, ইউএনবি, এনটিভি, জনকণ্ঠ, এশিয়ান টিভি, যমুনা টিভি, ঢাকা মেইল, মানবজমিন এবং বিজনেস স্ট্যান্ডার্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত