দলে যোগ দিচ্ছেন গিল, তবে...

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে স্বাগতিক ভারত। ওই ম্যাচে খেলা হচ্ছে না শুভমান গিলের। প্রথম ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন এই ডানহাতি ব্যাটার। ডেঙ্গু আক্রান্ত হওয়া এই ক্রিকেটার দলে যোগ দিলেও ১৫ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। তবে বিসিসিআই জানিয়েছে, দ্রুত উন্নতি করছে গিল।

সংবাদ মাধ্যম পিটিআই’কে বিসিসিআই’র সূত্র বলেছে, ‘গিলের শরীর এখন বেশ ভালো যাচ্ছে। দলে যোগ দিতে চেন্নাই ছেড়ে তার আহমেদাবাদে যোগ দিতে বাধা নেই। তবে বৃহস্পতিবার সেখানে দলের অনুশীলনে সেশনে সে যোগ দিতে পারবে কি না তা নিশ্চিত নয়।

ভালো উন্নতি করছে সে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে কি না তা নিশ্চিত নয়।’ গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলে রোহিত শর্মার ওপেনিং সঙ্গী হয়েছেন ইশান কিশান। গিল চলতি বছর ৭২.৩২ গড়ে সর্বোচ্চ ১২৩০ রান করেছেন। শেষ চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে। তার মতো একজনকে মিস করা ভারতের জন্য বড় ক্ষতি।