পাকিস্তান ম্যাচের আগে মা’কে দেখতে চান বুমরাহ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই মায়ের সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথা জানিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ২৯ বছর বয়সি বুমরাহর কাছে সবকিছুর আগে পরিবার। গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে ভারতের ৮ উইকেটের জয়ের ম্যাচটিতে ৩৯ রানে ৪ উইকেট দখল করেছেন এই পেসার। ম্যাচ শেষে বুমরাহ বলেছেন, ‘বাড়ি থেকে অনেক দিন দূরে আছি। নিজ শহরে খেলতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে পারলে অনেক খুশী হতাম। আমি মাকে দেখতে চাই, এখন আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ।’ মাত্র ৫ বছর বয়সে বাবার আকস্মিক মৃত্যুর পর স্কুল অধ্যক্ষ মা দালজিতের কাছেই বড় হয়েছেন বুমরাহ। মায়ের সঙ্গে দেখা করার পর পাকিস্তান ম্যাচ নিয়ে মনোনিবেশ করতে চান। এই মাঠে এখনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বুমরাহর। যদিও আইপিএল’এ গুজরাটের হোম ভেন্যু হিসেবে এই মাঠের সঙ্গে ভালোই পরিচয় আছে তার। এ সম্পর্কে বুমরাহ বলেছেন, ‘এখানে আমার ওয়ানডে খেলা হয়নি, তবে টেস্ট ম্যাচ খেলেছি। এখানকার পরিবেশ নিয়ে ভাবতে পারছি না। আমি নিশ্চিত পুরো স্টেডিয়াম ওই দিন ভরে যাবে। এ কারণে এখানে খেলার আবহটাই পাল্টে যাবে। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত।