ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবশেষে যাত্রা শুরু করল স্পোর্টস মেডিসিন ক্লিনিক

অবশেষে যাত্রা শুরু করল স্পোর্টস মেডিসিন ক্লিনিক

খেলাধুলায় আগের চেয়ে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। অথচ স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দেশে ছিল না একটি পৃথক স্পোর্টস মেডিসিন ক্লিনিক। অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের যৌথ আয়োজনে যাত্রা শুরু করল বিশেষায়িত এই ক্লিনিক।

গতকাল বৃহস্পতিবার স্পোর্টস মেডিসিন ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিএসএমএমইউএ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশে প্রথমবারের মতো ক্রীড়াবিদ এবং ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই স্পোর্টস মেডিসিন ক্লিনিক প্রতি শনিবার বিএসএমএমইউএ’র বি-ব্লকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত