জন্মদিনে লজ্জার রেকর্ড গড়লেন লিটন দাস

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। দুই ম্যাচেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখেছে টাইগাররা। গত শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নামে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু এদিনও যথারীতি ব্যাটারদের ব্যর্থতায় প্রথম পাওয়া প্লেতেই হারিয়েছে বসে টপ অর্ডারসহ চার উইকেট। যার শুরুটা হয়েছিল লিটন দাসকে দিয়ে। এদিন ছিল টাইগার এ ব্যাটারের ২৯তম জন্মদিন। আর বিশ্বআসরের মঞ্চে জন্মদিনটা রাঙানোর স্বপ্ন থাকে সবারই। কিন্তু সেই আশাটা লিটন দাসের পূরণ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে যে তিনি ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন। এতে করে গড়েন লজ্জার রেকর্ডও। যে রেকর্ডটি কেউই করতে চাইবেন না। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের ইতিহাসে যা দ্বিতীয়। আগে ব্যাট করতে নেমে ইনিংস শুরুর বলেই ট্রেন্ট বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির কাছে ক্যাচ দেন লিটন দাস। আর সঙ্গে সঙ্গে বিশ্বকাপ ম্যাচে ইনিংসের প্রথম বলে আউট হওয়া ষষ্ঠ ব্যাটার হিসেবে তালিকাভুক্ত হন তিনি। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না লিটনের। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলের হয়ে রানে ফিরেছিলেন এই ব্যাটার। যার ফলে সমর্থকরা আশা করেছিল কিউইদের বিপক্ষে বড় ইনিংস হয়তো তার উইলো থেকে বের হয়ে আসবে। কিন্তু তিনি সবাইকে হতাশ করে গোল্ডেন ডাক হয়ে ফেরেন। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এবারই প্রথম নয়। এমন লজ্জার রেকর্ডে সর্বপ্রথম ব্যক্তি হলেন নিউজিল্যান্ডের জন রাইট। যিনি ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এ রেকর্ড গড়েন। এরপর বাংলাদেশের হয়ে ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এ রেকর্ড গড়েন হান্নান সরকার। ২০১১ সালের আসরে কানাডার বিপক্ষে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরও এ তালিকায় অন্তর্ভুক্ত হন। সবশেষ ২০১৯ বিশ্বকাপে ম্যাচের প্রথম বলে আউট হন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে।