ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেইমারের মাথায় পপকর্ন ছুড়ল দর্শক

ফরোয়ার্ডদের ব্যর্থতায় ভেনেজুয়েলার সঙ্গে ড্র ব্রাজিলের

ফরোয়ার্ডদের ব্যর্থতায় ভেনেজুয়েলার সঙ্গে ড্র ব্রাজিলের

নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনদের মতো তারকায় ভরা আক্রমণভাগ জ্বলে উঠল না সেভাবে। প্রথমার্ধ পার হলো কিছুটা ঢিমেতালে। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট পিস থেকে পাওয়া গোলে ঠিকই এগিয়ে লিড নিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই লিড আগলে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকের গোলে সেলেসাওদের উৎসবের আয়োজন ভেস্তে দিল ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল। গাব্রিয়েল ব্রাজিলকে এগিয়ে নেয়ার পর এদুয়ার্দ বেলো ভেনেজুয়েলাকে সমতায় ফেরান। এদিন নিকোলাস ওতামেন্দির গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। ঘণ্টা দুয়েকের ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথেই ছুটছিল ব্রাজিল। কিন্তু হোঁচট খেয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এদিন ম্যাচের তৃতীয় মিনিটে ভেনেজুয়েলা গোলরক্ষক রাফায়েল রোমোকে পরীক্ষা করেন নেইমার। তার ডি-বক্সের বাইরে থেকে নেয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান এই গোলরক্ষক। ১৫তম মিনিটে প্রথম সুযোগ পায় সফরকারীরা। তবে ইয়ানহেল এরেরার হেড বারপোস্টের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ২২তম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তিনি। তবে নিজে শট না নিয়ে রিচার্লিসনকে পাস দিতে গেলে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় এসে সেই বল ক্লিয়ার করে দেন। ৩২তম মিনিটে কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড গোললাইন থেকে ফেরান ভেনেজুয়েলার এক খেলোয়াড়। প্রথমার্ধে তেমন কোনো সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় স্বাগতিকরা। পাঁচ মিনিট যেতেই গোলও আদায় করে নেয় ব্রাজিল। নেইমারের নেয়া কর্নার কিক থেকে হেডে দিকে বদলে বল জালে পাঠান আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল। এর তিন মিনিট পর ভালো সুযোগ ছিল নেইমারের। কুতোর ক্রসে পা ছোঁয়ালে বল ক্রসবারের উপর দিয়ে উড়ে গেলে নষ্ট হয় সে সুযোগ। ৬৪তম মিনিটে রদ্রিগোর শট বারপোস্টে লেগে বাইরে যায়। ছয় মিনিট পর ভিনিসিয়ুস বল জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। ৮৭তম মিনিটে বেল্লোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। জেফারসন সাভারিনোর ক্রস থেকে দারুণ এক ব্যাকভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক এদারসন মোরায়েসের। এরপর জয়সূচক গোলের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও তা আদায় করে নিতে পারেনি ব্রাজিল। ফলে ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল। এদিন মাঠে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার শিকার হয়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। ম্যাচশেষে ড্রেসিংরুমে ফেরার পথে নেইমারের মাথায় পপকর্নের প্যাকেট ছুড়ে মেরেছেন এক দর্শক। ঘটনার সূত্রাপাত টানেলে ফেরার সময়। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, টানেলে ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নের প্যাকেট ছুড়ে মেরেছেন এক দর্শক। এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য থমকে থাকেন নেইমার। এরপর রাগান্বিত হয়ে সেই দর্শককে উদ্দেশ্য করে উচ্চস্বরে কিছু বলতেও দেখা যায় তাকে। পরে নিরাপত্তাকর্মীরা নেইমারকে ভেতরে নিয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত