ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পর্যবেক্ষণে সাকিব আল হাসান

ভারতে ঘুরে বেড়াচ্ছেন তাসকিন-মাহমুদউল্লাহরা

ভারতে ঘুরে বেড়াচ্ছেন তাসকিন-মাহমুদউল্লাহরা

আফগানিস্তানকে উড়িয়ে চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে ধরাশয়ী হয়েছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন পুনেতে। আগামী ১৯ অক্টোবর মহারাষ্ট্রে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতীয় চ্যালেঞ্জ মোকাবিলার আগে লম্বা বিরতি থাকায় তিন দিনের বিশ্রাম দেয়া হয়েছে মুশফিক-মিরাজদের। গত শুক্রবার রাতে চেন্নাইতে কিউইদের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ দল গত শনিবার দুপুরে পুনের উদ্দেশে রওনা হয়। আইসিসির ভাড়া করা বিমানে ওইদিন বিকাল ৪টার দিকে পুনেতে নামেন তারা। ভ্রমণ ক্লান্তির কারণে শনিবার এমনিতেও কোনো কার্যক্রম ছিল না টাইগারদের। রোব ও সোমবার পুরোপুরি বিশ্রাম দেয়া হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি পর্বের গুরুত্বপূর্ণ অংশ তাই শরীরকে চাঙা করা, মনকে ফুরফুরে করে তোলা। বাংলদেশের সহকারী কোচ নিক পোথাস জানান, ক্রিকেট থেকে একটু দূরে সরেই ভারতীয় চ্যালেঞ্জের জন্য তৈরি হবে দল। ‘আমাদের আপাতত ভালোরকম বিশ্রাম দরকার। বিশ্বকাপে একটা বিপদের দিক হলো, একের পর এক ম্যাচ খুব দ্রুত চলে আসে। প্রচণ্ড চাপের একেকটি ম্যাচ। এসব ম্যাচ অনেকটাই শুষে নেয়। একটা পরিস্থিতির চক্রে পড়ে যেতে হয়। মনে হয় যে, অনুশীলন করলে ফল মিলবে, আদৌতে তা হয় না। আমাদের ক্রিকেটারদের আমরা ভালোরকম শারীরিক ও মানসিক বিশ্রাম দেব। এরপর ভারতের জন্য তৈরি হব।’

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচের আগে পুনেতে দুদিন অনুশীলন করবেন সাকিবরা। টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, বিশ্রামের প্রথম দিনের সকালটা হোটেলে কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে দুপুর নাগাদ একে একে সবাই হোটেলের লবিতে উপস্থিত হন। এরপর হোটেল থেকে বেড়িয়েছেনও নিজেদের মতো করে। শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদ বের হন একজন টিম বয়কে সঙ্গে নিয়ে। পরবর্তীতে তাওহীদ হৃদয়কে নিয়ে টিম হোটেলের লবিতে দেখা যায় নাজমুল হোসেন শান্তকে। তারা অপেক্ষা করছিলেন তাসকিন আহমেদণ্ডতানজিদ হাসান তামিমদের জন্য। এর মধ্যে বেশ কিছুক্ষণ হোটেলের লবিতে বসে টিম অ্যানালিস্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে গল্প করেন শান্ত-তাসকিনরা। পরে সবাই হোটেল থেকে বের হন একসঙ্গে। সামানে অপেক্ষা করছে বাংলাদেশের কঠিন সময়। যে কারণে সবমিলিয়ে ভারতের বিপক্ষে কঠিন লড়াই সামনে রেখে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। এদিকে তাসকিনরা ছুটি পেলেও সাকিবকে নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ঊরুর পেশির চোটে স্ক্যান করানোর পর আপাতত পর্যবেক্ষণে থাকছেন সাকিব আল হাসান। এমআরআই স্ক্যানের ফল জানায়নি বিসিবি। অধিনায়কের ফিটনেস প্রতি দিন মূল্যায়ন করার কথা বলেছেন ফিজিও বায়েজিদুল ইসলাম। কেননা, চেন্নাইয়ে কিউইদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। সাকিবের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন, ব্যাটিং করার সময় বাঁ-পায়ের পেশিতে অস্বস্তিবোধ করছিলেন সাকিব। এরপরও তিনি ফিল্ডিং করেন এবং নিজের ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং আগামী ম্যাচের জন্য আমরা তার ফিটনেস পর্যবেক্ষণ করবো। আমরা তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় মাসল ক্র্যাম্পে (মাংসপেশিতে টান) পড়ে সাকিব আল হাসানের। সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিলেও রাচিন রবীন্দ্রের একটি বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ-পাশের উরুতে চোট পান এই অলরাউন্ডার। এ সময়ে মাঠেই সাকিবকে খানিকটা সেবা শুশ্রুষা করেন টাইগার ফিজিও। এরপরই হাসপাতালে গিয়েছিলেন সাকিব। সেখানে স্ক্যান করা হয়েছিল বাংলাদেশ অধিনায়কের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত