ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা

জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২৪ (ছাত্রছাত্রী) শুরু হয়েছে। গতকাল রোববার কলা ভবন সংলগ্ন মাঠে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য বলেন বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

একাডেমিক কারিকুলামের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত