মেসি-নেইমারকে টপকে শীর্ষে রোনালদো

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

মাঠের ফুটবলে যেমন দ্বৈরথ চলে লিওনেল মেসি ও ক্রিস্টয়ানো রোনালদোর মধ্যে, তেমনি আয়ের দিকেও চলে লড়াই। এবার সেই লড়াইয়ে আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন পর্তুগিজ তারকা। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাদের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার। ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০ কোটি ডলারের চুক্তিতে গত জানুয়ারিতে সৌদি আসরে আল নাসরে যোগ দেন রোনালদো। ফোর্বসের তথ্য অনুযায়ী, নাইকি ও জ্যাকব অ্যান্ড কোংয়ের মতো আরো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এনডোরসমেন্টের নানা খাত থেকে আরো ৬ কোটি ডলার আয় করবেন পর্তুগিজ ফরোয়ার্ড। সম্ভাব্য সাড়ে ১৩ কোটি ডলার আয় নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। ২০১২ সালে ডেভিড বেকহ্যামের পর মেজর সকার লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় আছেন আর্জেন্টাইন মহাতারকা।