ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক তায়কোয়ান্দো

বঙ্গবন্ধু আন্তর্জাতিক তায়কোয়ান্দো

প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উš§ুক্ত আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। ১৯ থেকে ২১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আট দেশের প্রায় ৭০০ প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রথম বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে আফগানিস্তান, থাইল্যান্ড, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালয়েশিয়া। যেখানে বাংলাদেশের ৩৭৫ জন এবং বাকি সাত দেশের ৩২৫ জন তায়কোয়ান্দোকা অংশ নেবেন। আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক উপস্থিত থাকবেন। গতকাল সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ সময় সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত