ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাঠে নামাজ আদায়

রিজওয়ানের বিরুদ্ধে ভারতীয় আইনজীবীর অভিযোগ

রিজওয়ানের বিরুদ্ধে ভারতীয় আইনজীবীর অভিযোগ

খেলা বা অনুশীলনের ফাঁকে নামাজ পড়ে নেয়া, রোজা রেখেই মাঠে নামা, বসে পানি খাওয়া- ইসলাম ধর্মীয় অনুশাসন মেনে চর্চাগুলো করে থাকেন বাবর-রিজওয়ানরা। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার গ্রেট ম্যাথু হেইডেন বলেন, পাকিস্তানি ক্রিকেটারদের এই শৃঙ্খলায় ইসলাম ধর্মের ভূমিকা রয়েছে। এবার সেই ধর্মকর্ম পালন নিয়ে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভারতীয় এক আইনজীবী। বিশ্বকাপ চলাকালে মাঠেই নামাজ আদায় করায় সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের সুপ্রিমকোর্টের আইনজীবী ভিনিত জিন্দাল। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রান তাড়া করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন রিজওয়ান। সেঞ্চুরির পর নিজের চিরচেনা ভঙ্গিতে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মোনাজাত করেন তিনি। গাজার জনগণকে উৎসর্গ করা সেঞ্চুরিটি উদযাপনের ভঙ্গি ভারতীয় মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। তবে ভারতের সুপ্রিমকোর্টের আইনজীবী ভিনিত জিন্দাল অভিযোগ এনেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে রিজওয়ানের নামাজ পড়া নিয়ে। হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে মাঠে নামাজ আদায় করেন রিজওয়ান। বিষয়টি সাম্প্রদায়িকতার বিভক্তি হিসেবে দেখছেন জিন্দাল। রিজওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত