ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের

বলেছেন মাঞ্জরেকার

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানকে পরাজিত করে এবারের বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কঠিন হয়ে পড়েছে। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের সামনে পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। তাই আসন্ন ভারত ম্যাচের আগে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনার।

বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে জয়ের ধারায় ফিরতে? নাকি এবারের আসরে অপরাজিত টিম ইন্ডিয়া তাদের দাপট অব্যাহত রাখবে। সবশেষ দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল টাইগাররা। সেই জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখলেও সাকিব আল হাসানদের ভারতের বিপক্ষে জয়ের সামর্থই নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

ভারত-বাংলাদেশ লড়াই মানেই বাড়তি উত্তাপ, যা মাঠের বাইরেও দেখা যায়। আজ দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে মাঞ্জরেকার বাংলাদেশকে এক প্রকার ছোট দলের সঙ্গেই তুলনা করেছেন। ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের, লাইভ টিভি শোতে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক এই তারকা। তিনি বলেন, সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই।’ মাঞ্জরেকার আরো বলেন, বাংলাদেশের সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে।

ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)।’ দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজের বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছে। এছাড়াও সবশেষ লড়াইয়েও ভারতের জয়ের দেখা নেই। সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বললেও ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা এসব কিছু আমলেই নিচ্ছেন না। আগামীকাল পুনেতে টাইগাররা কি পারবে ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে ?